এক তারা দুই তারা
তিনটি তারা করে।  
আজও আমার রাত দিন    
কাটে প্রহর গুনে  
তুমি আসার পথে।


কী জানি গণার দিন
কখন যে যায় ফুরিয়ে
কোথায় দিব পাড়ি কোন সুদূরে
জানিনা সে কোন জোনাকী জানে?


এক ফুল দুই ফুল তিন ফুল না গুনে
সব ফুলেই দেখি দিনের আলো ফুটে।
বুকে কেমন জেনো আশার ঢেউ উঠে
এই বুঝি তুমি আসবে  
রোদ্দুর জ্বলে প্রদীপ প্রভাত বেলার পথে।


আমার মন যে কেমন আনচান করে
আজ না হয় কাল ভাদ্রে
অথবা আসলে তুমি আশ্বিন শেসে
দেখে নিও একফোঁটা অশ্রু
রইবে তুমি আসার পথে  
গোলাপ শিশিরে মিশে!