একটি নিরব শিশির জলে
জ্বলে সুর্য নিরন্তর কালে।  

ধুসর পৃথিবীর মায়াবী
ছায়াবৃত্ত ফুড় করি সে কী
বাসন্তী ফুটিল ফুলের কুলে
মধুমতি মৌন ভাঙ্গি গোলাপী
ঠোঁটে মেতে উঠে ফাগুনে।
তার কদমে বাঁধবে নুপুর  
কবে কোন বাদলপরী
আসি নেমি জমিনে।  


জনম জনম ধরে আকুল
ভাসে জলধি নিরবদি তরংগে
এই বুঝি ছুঁই ছুঁই এখনও
অধরা তীর সাগরের উপরে
একফালি চাঁদের নিবিড় ফাঁকে।