ছুঁই ছুঁই নীল দিগন্তে
সবি কি ছুঁইতে পারে।
চেয়ে চেয়ে সেই কবে
ফিরে আসি খেয়া ঘাটে
হাতে নেই কড়ি
খালি দুটি হাতে।


ছায়া ঢাকা সবুজ বনানী পারে
মুক্ত বাঁধ বিহীন ছোট্র নদী
যায় বহে আকাশ পারে।
আমি কি কিসের বাঁধা
কিছুই নাই যার হাতে
যে দিকে থাকাই চোখে পড়ে
শূন্য আমি দেখি দু'নয়নে।


রতন বিনা রিক্ত ঝরা পালক
কেনইবা যায়না উড়ে বাতাসে
এমন নি:স্ব জনে কে ধরে রাখে
আবার দেখি মন খোলে না রে
কিছইতো নেই খালি দুটি হাতে।


তবে কি না ভাবি মনে মনে
হাতের রেখা দেখলেই বুঝি হলো  
কোন রসিক দীঘল অলক খোলে
এমন ভরপুর অটুট বিনুনী বাঁধে!