সাত সকালে ফুলের ভ্রমরা  
বেনু বাঁশি বাজায় কদমতলা
কোন সে পুকুরে ঝরে
হিজল বারি ভোরের স্নানে
অলক খোলা রূপসী বাংলা।


আহা রে তারই না কি খোঁজে
ধেয়ে এলো নীলাম্বরী বাদলভেলা  
নদীপাড়ে তটিনীর পার ভাঙে  
এমন বিভোর দখিন হাওয়া।