সারসের দল সাদা বক হন হনে
উড়ে যায় মেঘের তলে।
তাদের আবেগচঁচল ধুসর ছায়া দেখে
দুরন্ত হাওরের ঢেউয়ের তোড়ে
আনন্দে টইটম্বুর মত্স্যরা  
লাফিয়ে উঠে মিটা জলের ওপরে।


অদুরেই ধানের ক্ষেতের ওপারে
খোলা হাওয়া মায়ের আঙ্গিনা সবুজের নীড়ে
ভরপুর কচিপাতার স্নিগ্দমধুর গন্ধে।
তাঁর নীজ হাতে লাগানো কাঠালীচাঁপা
শত ফুল আর রসাল ফল কুঁড়ির
প্রাণমন মেতে উঠা সৌরভ ভরা ঘ্রাণে।


পুবের সূর্যটা শস্যের মাঠে
জাঁকিয়ে বসতে না বসতে
ভোরের কোমল আলো ছোঁয়ায়
নতুন বেলা নিরুত্তাপ রোদে
মেতে উঠে মন ছোঁয়ে।

তমাল কোণে নীলচে টিপ গগনপারে
কেমন নীলাম্বরী শৈলী রঙ বদলে
আঁকে না বলা কথা মেঘের ভাঁজে ভাঁজে।
জাম তলে বাজে বেনু বাঁশি
সাজলো কোন পরী এমন মধুর সাজে
কুহু কুহু গীতভরা গান শূনি হিজল ডালে
এগো কিসের এ উত্সব মোদের ছোট্র গ্রামে?