চাঁদিনী থাক
জোনাক জ্বেলে চাঁদের পারে
হাটবো আমি একা
আঁধার কুঁড়ে নিশিতলে
বিরহীর কি হবে
সারা ভুবন আলো জ্বেলে।    


প্রথম আলোর
গোলাপ মেলায়
খোলতে না খোলতে
দুটো আঁখি।
কেমনে হয় এমন জাদুকরি
স্বপ্নে হল মন চুরি।

কি হবে জলের পরী
সুর ধরে ঝিনুক ফোটা
সাগর পারে
একা নিশি বিধুর মন
ভিজবে কি ঢেউয়ের জলে?