আমি যদি কভু  
ভুলে যাই ভুলে
তাই বলে কী যাব হেরে  
তোমার কৃপা না পেয়ে?


আলো উজল বেলা
রাতে আঁধারী মেলা।  
একটুতো ছাড়তে হয়
খানিকটা ঘুমতে হয়।  
তাই বলে কি আঁধারে
লিন কোন কুঁড়ে ঘরে  
ভীড় করেনা কোন স্বপ্ন
স্মৃতিহারা কারো চোখে?  


আকাশপারে মধু পূর্ণিমা
জ্বলে জ্বলুক চাঁদিনী জ্বলে।
বিস্মৃত ঘুম মৃত তিমির
শুয়া ঘরে স্বপ্নিল আনাঘোনা
দেখে কি কোন তারা?


সুহৃদ সুমনা একবারো কি না
কখনো যদি আঁখি ফুটে
ঝরেনা কথা নয়নে নয়ন মিলে
তবে কী মোর হৃদপাতা
আর পড়বে না কারো চোখে?