আটখানা স্বর্গের অমৃত লিপি লেখা
একটি বাণী একফোঁটা কালি ঝরেই বুঝি
ভেসেছিল ধুলার ধরণী ভাগ্যগুনে
তাই কিনা এত অপরুপা ফাগুন ফুটে  
রঙে ভেসে ভুবন মধুর সায়রে।
এমনি অমৃত ধারায় শিকড় গড়া
সুধা ঝরে মায়ের মধুর জবানে
তাইত বিশ্ব মাতৃভাষা দিবস হবে
বাংলা মায়ের আটই ফাগুনে!
  
ভালবাসি বাংলার মা বাংলার মাটি
বাংলার জল বাংলার রঙ
বাংলার মাস বাংলার সন
বাংলা কথা বলব বলে
হেসে দিল লহু হেসে দিল প্রাণ  
যত শহীদ ভাই আটই ফাগুনে।
আপামর বাংলার জনগনে
জানাই শ্রদ্ধা তাঁদের স্বরণে।      


মধুমুখ বাংলার কথা শুনে বাতাসে
আলো ফুটে মধুর ঘ্রাণে।
ফাগুনে ছেয়ে আসে ধরা
তরুণ অগ্নিঝরা রঙে  
আর কোন দেশে সাজে ভাই ভ্রমরা
এমন জিবনময়ী রূপে?  


বাংলার জন্য শহীদ হয়ে
কেন আমরা বাংলাকেই শহীদ করি
ফেব্রয়ারী ফেব্রয়ারী বলে?