আমি যদি কভু  
ভুলে যাই ভুলে
তাই বলে কি যাব হেরে  
তোমার কৃপা না পেয়ে?


নীল আকাশের সোনালী মেলা
যায় কোথায় হেরে রাতের বেলা
একটুতো ছাড়তে হয়
খানিকটা ঘুমতে হয়।  
তাই বলে কি আঁধারে
লিন কোন কুঁড়ে ঘরে  
ভীড় করেনা কোন স্বপ্ন
স্মৃতিহারা কারো চোখে
বলনা ওগো বলনা আমারে।  


সুহৃদ সুমনা একবারো কি না
কখনো যদি আঁখি ফুটে
কথা ঝরেনা নয়নে নয়ন মিলে
তবে কি মোর হৃদপাতা
আর পড়বে না কারো চোখে
বলনা ওগো বলনা আমারে।  
আমি যদি কভু  
ভুলে যাই ভুলে
তাই বলে কি যাব হেরে  
তোমার কৃপা না পেয়ে?