আঁধার রাতে চাঁদের পারে
কিই বা ছিল জানা।
সিন্ধুপুরের সুরের পরী
আসলো ভাসি
মানেনি কোনো মানা।


ও তার কাজল চোখের চিকন
টানে ঘুমায়নি কোনো তারা।
বাজায়নি সে হাতের বাঁশি
চাঁদের ঘরে ছিল মনোহরা মেলা।


তুমি সেথায় যখন ভেসে দিলে
আমার হৃদয় নদের ভেলা
আমায়ই দিও তোমার
প্রভাত ফুলের মালা।