চলার পথে চলতে হয়
নাইবা লাগুক ভালো।
সাঝের মায়ায় নীলাতলায়
গগনরবি সোনার
তুলি তোলার আগে।
আমায় না হয়
একটু ছায়া দিও।


স্বপ্ন বেলা মেলব বলি
দিন তো গেল চলি
ও সে ত্বরিত চলা
নদীর জলে প্রবাহিণী
তায় কেমনে ধরে রাখি।
আমি প্রহর গুনি আমার
ফুলের মালা ঝর ঝর
নিবার বেলা না হয় তুমি
একটু খানি হেসো!