মনে যদি না মানে
না হয় দেখে নিও
আঁখি মেলে শত নয়নে
ওই যেই সেই
না যদি এলো সে ডুবে
এক ফোটা অশ্রু জলে।


দিনের শেষে চলার পথে
এলো কী কালো নিশি
দিগন্তে গুধুলীর প্রান্তে?


তায় বুঝবি কী না ভেসে
এক ফোটা চাঁদিনীতলে
এলে অমা ঝরে নিবিড় আঁধারে।