একটি জোনাকি রাখিও  
আমার কালো শশীর তরে।


ফাগুন দিনের পূর্ণিমা রাতে
সাঝেঁ যখন গগনতারা নীলাভ সাজে
সিন্ধুপুরের সুরের পরী
চাঁদের তলে স্বপ্নের তুলি তুলে।  
বন্ধুয়ারে নিও তুমি সব জোছনা
রাখিও শুধু একটি জোনাকি
আমার কালো শশীর তরে।


গহন নিশি কাজল কেশী
খোলে যখন অলকগুছি
ঐ ঘুমটা বাঁধা নেকাব পরা ধরণীতলে
সাজান আকাশের চান্নি ঢালাখানি ঢলে  
পড়ে তারই মাথার উপরে।  
বন্ধুয়ারে সব নিও তোমার হাতের ধারে
মধুয়া মাধবী তুলে নিও আপন ভেবে
রাখিও শুধু একটি জোনাকি  
আমার কালো শশীর তরে।


কত স্বপ্ন ভেসে অতল ডুবে  
বালিশ ভিজা চোখের জলে
দেখলনাতো কোন তারা
ঐ রাতে ফুটেনা কোন পূর্ণিমা।  
সেই নাদেখা না শুনা অশ্রু ভিজে
দু'ঠো চোখে এখনো যে নিরলে
নিঃশব্দে ভীড় বাঁধে শত স্বপনে।
একটি জোনাকি রেখো
আমার ঐ কালো শশীর তরে।