আমি কী তোমায়
ডাকার মত ডাকতে পারি।  
প্রভু তাই যদি পারতাম
ঠোঁট আমার কেড়ে নিত গোলাপী
সুর নিত বুলবুলি
আকাশ নিত মোর ললাট চুমি।
আল্লাহ কতনা বড় দয়াময় তুমি
আমি বড় গুণাহগার ক্ষমা কর তুমি।


প্রভু তোমার আকাশ যতনা করেছ উচু
তার চেও বেশি ভরে দিলে এই জমিনটুকু।
সুজলা সুফলা তুমি কতনা বিচিত্রা সাজে  
নিখুঁত গাঁথুনি গেঁথে দিলে বিছে
পাদদেশে এ ধরিত্রী রতন ভূমি।
আল্লাহ কতনা বড় দয়াময় তুমি
আমি বড় গুণাহগার ক্ষমা কর তুমি।


তোমার কৃপার অন্ত নেই প্রভু
নেই তোমার দানের কোনো সীমা  
সয়নে স্বপনে জাগরণে
তুমি চাও তুমি দাও বলেইতো আমি।
আল্লাহ কতনা বড় দয়াময় তুমি
আমি বড় গুণাহগার ক্ষমা কর তুমি।