নয়নও ঢেলে নয়নে
হিয়ায় তব রাখ ধরে আমারে।


চোখের নীলে থাকবে যে মিশে
সারা বেলা ভেসে নয়নকোণে  
সেই তুমি হলে সুদূরিকা
কোন মান অভিমানে?


দেখনা আঁধারে উধাও ধরণীতলে
চন-মনে জোনাকি দূর গগনের চাঁদিনী
কি বলে এত কাছে, কানে কানে।
খুল সব বাধঁ ফেলে তিমির আঁধারে
থাকোনা আর তুমি যোজন দূরে।  
নয়নও ঢেলে নয়নে
হিয়ায় তব রাখ ধরে আমারে।


দূর আড়ালে রাতের কাজলে
তুমি স্বপ্ন তুলি দিও এঁকে  
যত তারা গগনে তোমার দুটি অলকে।
তুমি প্রথম আলোর সব রঙ তুলে
গোলাপীর আঁচল দিও ভরে।
শুধু - নয়ন ঢেলে নয়নে
হিয়ায় তব রাখ ধরে আমারে।