জড়ালে সে কি নৃত্যেমত্ত মধ্যসাগরের ছন্দে
নীলাম্বরী নীলময়ূরী নেমে আসে আনন্দে?


সে কি কুহুক কলি শোনালে জলে  
নেচে ওঠে সিন্ধু নুনা সাগরে
মিঠা জল ঝরে বাদলে
জানিনে আমি জানিনে।


দূর আকাশের সোনালি রবির
আগম শিশির ভেজা গোলাপে
সে কি বাঁশি বাজিয়ে ভ্রমরা
লুফিয়ে নেয় বুনো ফুলের কুঞ্জে  
জানিনে আমি জানিনে।


বসি তাই চাঁদেরতলে
বামন আমি ভাবি মনে মনে।  
এখনও ছুঁই সিন্ধু গাঁথেনী শশী
নিখুঁত গোল চন্দ্রহার ঝিনুকমালা।  
জলধির ঐ জল-ঢাকা চির বাঁকা সাগরে
তারাপুঞ্জ নিরন্তর নোয়ে পড়ে
জানিনে আমি জানিনে
আমি কেমনে বলি ঐ সেথারে
অলকে বাঁধিছে নিখুঁত বলয় বেণী
সেই কভে শুধু মোর প্রিয়া রে!