আমি তো অন্ধ ইশকে নীদ হারা
গগনতারার কি খাব কাড়ি নিলি?
কালারে ও শ্যাম কালা নিশি
সাদা চান্দে এমন দাগ দিলি।


ফুল কুড়ে অরুন প্রাতে পুহাল রজনী
সন্ধ্যাঘাটে বেয়ে স্বপ্নের খেয়াতরি
আসিছে ফিরে উষা মাখি
মায়াবি চাঁদের চাঁদিনী
একী সোনার আলোয় দিলি  
ভরি বেলা নয়নে নয়ন মিশি।


কুড়ি ফুল গাঁথি মালিকা ভরি ডালিকা  
আঁচল পাতে মৌ বনে ঘিরে বন-বনানী
এলো যে আকাশনীলার সূর্যমুখী পরী
তার গালে এঁকে দিলি কি তিল আধারী
সারা বেলা দেখতে না দেখতে
কোন কাজল ঝিলে তুলে নিল গোধুলি?