আলোপূর্ণ দিনের শেষে
সাঁঝের বেলা গোধূলির অন্তে
নাজানা আঁধারী পথে
প্রভু চলতে দিও একা আমারে।


লুকিয়ে না হয় অভিমানে
রবি থাক না থাক আড়ালে
এক ফালি জোনাক জ্বেলে  
প্রভু এইটুকু চাঁদিনী
দিও মোর নিশিতলে।


অজানা অচিনা
না আমি ছুঁইবনা
রাতের ঐ রুপালি ভেলায়
চাঁদ যদি যায় যাক ভেসে
গগন ঘেঁষে তারার দেশে।
কি হবে আকাশ ছুঁয়ে
এখনও যে একা নিরালে  
উদয়গিরি ফজরের প্রান্তে।