(১০)
তুমি জানি একই একাকার সর্বময় কোমল সুন্দর ভাবে
উজাড় হয়েও কেহ বুঝলনা প্রীতি তোমার মতন এ ভবে।  
তাইত দেখি দরদ বশে আসলে যখন আমার পাশ
এগিয়ে দিলে ভরা পাত্র কানায় কানায় ভরপুর তাহূরা-শরাবে।


(১১)
দেখি যে কী এক চিত্তকর্ষী চিত্রখানি মন মোর পাগল-পারা  
নয়কো তা আর কিছুই আমার প্রাণে তব ছন্দ গাথাঁর ইস্তেহারা।
অফুরন্ত ললিত শোনায় আপন অমৃত কণ্ঠে উচ্চারিয়া
ছন্দ উল্লাসে বারবার আসছে ফিরে মোর আকুল প্রাণ ভ্রমরা!


(১২)
প্রথম লগনে শোনালে যে মধুছন্দ তদবদি এখনো ভাবি না পাই  
আকাশ ভরা সুরারণ্যে রাতে যদিইবা হল অগন্য তারার ঠাঁই
সুরপ্রিয়া হে, সুখ বা দুঃখ সবি কভু উৎসারি দিব সুরের তানে  
মরমে ফুকারিছ যে গুঞ্জন স্বর্গেই কি হবে প্রাণের ঠাঁই?