(২৫)
হিয়া ভরা ভালোবাসা তোমার রূপ চিরন্তন প্রেরণাময়
কোমল তোমার বিচরণ, সুগন্ধ সুধায় জাগাও প্রাণ দেহময়।
নিপুন বিচয়ন ঘরখানি তব সারা বিশ্বের শান্তি নিকেতন
মনে যে তুমি সৃজনকূলের বিচিত্রা বেলা নিশীর অস্ত উদয়।


(২৬)
তারুণ্যে মেতে ওঠে বেলা অরুনে দেখি তোমার শান্ত হাসি  
অবাক মহি দেখে রবি পূর্ব হতে পশ্চিমে আলোয় বাসি।
সারাদিন মালা গাঁথি ব্যাকুল তব সখা ভেবে না জানি  
প্রভূ তোমার সৃজন লগনে হেসেছিলেন কী মধুর হাসি।  


(২৭)
অদৃশ্যের জবান খুলে কহিলে কথা তোমার কণ্ঠস্বরে
দোদুল বাদল নেচে উঠে গগনে কহ কথা কি যে সুরে।
প্রিয়তি দুরের তারা, বাজাও চাঁদের দেশের বাঁশরী
কার ছায়া পড়ে তবে এতো উত্তাল পাশের ঐ সাগরে?