(১৯)
যেন দখিনা পবনে দুলে একটি পাপড়ি একটি পুলক স্বপ্ন মাঝে
উন্মুক্ত ঐ গলি মিশে যায় আকাশনীলে শিখরে রবি বর্ণিল সাজে।
মেহেদি মাখা মহি রোজ দেখে রবি সোনা রঙ্গ প্রথম আলোয় অতঃপরও
অধরা সাজি-গুজি স্বপ্নচারী আকাশে, উৎস তুমি এখনো এলেনা যে।


(২০)
এখনো জোড় বাঁধনি ভব-ললিতার জলসা ঘরে অবিরাম লীলা খেলে
এখনো সাথী তব নাম ধরে ডাকেনি হিয়ায় চুমিয়া রাখি দিল কণ্ঠমূলে।
তোমার সাথে মহি আলো আঁধারি খেলায় মরণেও পেলনি চিহ্ন
সেই তোমারই তো নামের বাঁশরী বাজে কাল হতে মহাকালে।


(২১)
তিলে তিলে চুনিয়া আবরু অপরূপ তোমার পানে উন্মুখ আয়না
হেরিয়া তব শতরূপ অনন্ত হতে চেয়ে দেখে অজস্র নয়না।
অন্তরতম হতে প্রদীপ জ্বেলে জ্বলছে কতনা শিখা
গগন ভরা তারা জ্বলে দেখে এক চন্দা এখনও জানি শেষ হল না।