(২৮)
ঘুম ভাঙ্গে ধরিত্রী উঠন্ত রবির ললাটে রাজ টিকা এঁকে
কে তুমি এলে সূর্য ঝরে চাঁদিনী চোখ পড়ে তোমার চোঁখে!
উদাস মন জানেনা পিয়াসী প্রাণ কোথায় কোন আঁধার ঘাটে
রঙধনু ছুঁয়ে এলে তুমি বুনো পথে জলধি ভরা কলসী কাঁখে।


(২৯)
বদনে ধরার উৎকর্ষ তোমার অতুল গঠন ভঙি মর্ত পেলো স্বর্গ
হুবহু তোমায় আঁকিতে পারেনি, তুমি দৃষ্টিতে যেন অধরা দৃশ্য।
তোমায় প্রথম দেখাতেই প্রকৃতি সপে দিছে আপনার আঁখি
নয়নে নয়ন পেতেও হলনা সারা স্বর্গ রয়েই গেল অধরা স্বর্গ!


(৩০)
বারবার ফিরে হেরিবে জগৎ দেখে তোমার নত আঁখে
তোমার আঁচল ঝাঁপে পড়বে যত তারা ঐ আঁখে আঁখি রেখে।
পিয়াল বনে আলো নেমে কত অরুণ ফুটল তোমার কেশতলে
মুখে তুমি কিছুই তো বলনি শুধু চেয়ে দেখ বাঁকা চোঁখে!