সোনার বাংলার স্বর্ণ কিরণ
ফুটুক সোনার কদম্বফুলে।  
মাতিয়ে গগন, রাঙিয়ে কানন
ছায়া-মেদুর আঁচল তলে
ভরিয়া পরাণ দখিনার মধুর স্পর্শনে
নিখিল অচলার আঁখি জুড়ে  
নামুক সিক্ত রবি বাসন্তী বর্ষণে।
শ্রাবন বারির সুধাজলে
ফুল গোলাপে এক ফোঁটা শিশিরে।  
স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা মাওলানা ভাসানীর
এক শিখা প্রদীপ আলো ঝরে
ঝলুক বাংলার ঘরে ঘরে!