একহাত আকাশ একমুঠো মাটি
দু'বেলা, দুটো দানা
আমারে তুমি নাই দিও।
শুধু একফোঁটা শিশির জল
বিন্দু কণায় ভরে রাখিও।  


সিন্ধুর বিন্দু তুমি তটিনীর
বুক ভরে ভেসে দিও
নিরবদীর চলা সব আবহে  
কাল ভেদে চলবো।
শুধু এইটুকু একটুক্ষণ
বহে যায়না যে সময়
তাতেই আমায় ধরে রাখিও!


অবশেষে কী অপূরণ সবি
সব বেলা সব নিশি
মুহূর্তের মৃত্যু চায় শুধু
এক অজানা একটুক্ষণ।
তাও তুমি হাত খুলে দিও
তুমিই আমি শুধু তাই মনে রাখিও!