শুকনো পাতা টা না হয় , না-ই নিলেম;
দখিনা হাওয়ায় না হয় তারে ভাসিয়েই দিলেম |


কত চোখ, কত প্রাণ প্রতীক্ষায় তার;
দূর ছায়!
অত শকুনের আখিদাহ সইবে না আমার |


তারা স্বজ্ঞানে তারে গঙ্গাজল ভাবিয়া পুজে;
বুড়িগঙ্গার এই অতীব তোকমা কেমন করে সাজে?


শুকনো পাতা রাগ করোনা !
পাঁজর খানা , বড্ড পাথুরে আমার;
মেকি-বাঁধন বাঁধিতেই দেই না |
ক্ষমা চাই তবে, মাথায় নিয়ে পাপ তার |


জানো?
আমি অপেক্ষায় সেই সবুজ পাতার;
সেই পাতা যা ভানুকিরণ এড়িয়ে যায়,
মূর্ছে যাবার ভয়ে |
সামলে রাখে সজীব প্রাণ ;
সতেজতার তরে |
যার সহযোদ্ধারা ঝড়ে যায় ,
এতটুকু সমীরণ পেলে |


প্রতীক্ষার প্রহর জানি, দীঘল হবে অতি;
প্রবল হিম-পবন , বিজলী-সমেত তুফান,ভারী বর্ষন এবং ইত্যাদি;
অত:পর পাব তো সেই সবুজ পাতা খানি?