মানুষ খেয়া পাড় হয়~বিচিত্র সময়ের ডানায় চড়ে উড়ে উড়ে যায়~শুধু শ্বাশত নদী কিংবা আকাশ পড়ে থাকে~ছায়ার ভেতর মানুষ ঢুকে যায় ~মমতার ভেতর মানুষ হারিয়ে যায়~স্বপ্নের ভেতর মানুষের সোনালি ঘুম চিরন্তন~আমাদের চোখগুলো ক্লান্ত হলে~শ্রাবণ নামে~মানুষও মাঝে মাঝে শ্রাবণ নামায়~বেদনার ক্লেদ ছড়িয়ে হাহা করে হাসে~রাক্ষুসে গজদন্তে লোহিত মরিচীকা ভয়ংকর~সামগ্রিক অপকামনা শেষে চিল হয়ে উড়ে যায়~আকাশের কোণায় কোণায় বুনো শিরিষের গন্ধ~সরীসৃপ মানুষগুলো ছায়া খুঁজে অরণ্যের ভেতর~মানুষ জানে না অরণ্যের কোন ছায়া নেই।
কেবলি হতাশা~কেবলি আগুন~কেবলি দহন~পোড়া জমিনের নাক বেয়ে নেমে আসে কান্না-বেদনা-ক্লেদ-ঘৃণা-না বোধক কিছু।