আমার শরীরে তোমার ব্যর্থ বিজ্ঞাপন । ঝুলিয়ে দিয়ে~করাল অভিশাপে মোহিত করেছো মন~বিবর্ণ বিকেলে ঘাসের শেমিজে শুয়ে দেখছো আকাশ।
শপথের আপ্লুত বাক্য বর্ষণে বর্ষণে বিরান মাঠে বুনেছো কামনার বীজ~তোমার সিঁথিপথে হাটছি কেবল হাঁটছি~এর শেষ কোথায় জানি না।
আমার বুকে উন্মাদ সমূদ্রের ঢেউ~দেখে না কেউ ~মৃত নদীটির পাড় ভাঙছে ক্রমশঃআমার ভেতরেও ~অথচ তুমি শরীর দেখিয়ে ঘুরছো~বিজ্ঞাপন ঝুলছে বুকের উপর।