আলতো নেমে আসে ঘুম চোখের পাতায়,
ঝাউগাছের আড়ালে রোদের উঁকিঝুঁকি
কচি দূর্বাঘাসে শিশিরে আলোঝিলিক।


আমাদের অনাদরে বেড়ে ওঠা দিন
বিষন্নতা ভেঙে—ক্ষেত ভরা লাল মুলোর দিন
সর্ষেখেতের ফাঁকে স্ন্যাপ নেবার দিন
কচি লাউধরে মেটাভার্সে আপলোড দেবার দিন
অবারিত আনন্দে সিক্ত হবার দিন
মনে পড়ে খুব—হয়ে পড়ি নস্টালজিক।


তখনই সমুদ্রে উঠে ঢেউ—
তুমি সজনেডাঁটা কাহালি দুমদাম হেঁটে যাও
পেছনে কেউ ডাকছে তোমায় সাড়া না দাও।


কচি রোদে চকমকিয়ে ওঠে পিঠ
স্পষ্ট দেখা যায় অন্তর্বাসের হুক
অস্ফুট চিনচিনে ব্যথায় কেঁপে ওঠে বুক।