খোকন সোনা আজ বড় যে ব্যস্ত,
বাবা বলে,'আহ দারুন বেশ-ত।'

তা বাবা কখন হবে বল তোমার রান্না?
খুব ক্ষুধা লেগেছে যে,খুব পাচ্ছে কান্না।

খোকা বলে,এই হলো-আর একটু বস,
বসে বসে ক' লিখ-একটা অংক কষ।

বাবা বলে,পারবো না,পেট যাচ্ছে গলে,
পারবে না,না? দেব কান মলে।

-ওরে বাবা ভয় পেয়েছি,হলেম জড়সড়,
-সারা দিন তো বসেই থাক,কাজ কম্ম কর।

বাবা বলে,হ্যাঁ বাবা করব;পেট ভরে দাও খেতে,
না না,এখন নয়,খাবার পাবে রাতে।

বাবা বলে,মরে যাবো,এত শাসন করছ?
খোকা বলে,মেরেই ফেলবো,কেন এত নড়ছো?

বাবা বলে,ভয় পেয়েছি,এবার আমি যাই?
খোকা বলে,যাও!যাও!তাই তো আমি চাই।