খোকন সোনার দাদুর সাথে
ভাব যে তার খুব,
ক্ষণিক হাসে,ক্ষণিক রাগে,
ক্ষণিক থাকে চুপ।


দাদুর কাছে মিথ্যে বলে,
দেয়নি তো মা খাবার;
মাকে বলে দাদু আমায়
আজ দিয়েছে দাবার*।


এদিক ওদিক দু পাশটা সে
নিজেই করে কাভার,
মোদের কাছে দাবী যে তার
অনেক আদর পাবার্।


নিত্য দিনই মিথ্যে কথার
গল্প যে তার চলে,
আমরা জানি সব কিছু সে,  
বানিয়ে বানিয়েই বলে।


যদি বলি মিথ্যে বললে
জান,পাপ হবে সে কতো?
মিথ্যেটাকে মিথ্যে করে বলে,
কই,মিথ্যে বলি নাতো।


বি .দ্র . দাবার - ময়মনসিংহ অঞ্চলের শব্দ। মানে  শাসানো।