পল্লীগীতি
(নাতে রসুল)


..............


পারলাম নারে যাইতে আমি
সোনার মদিনায়
দুহাত দিয়া করতে সালাম
নবীজির রওজায়।।


মনের আশা মনে রইলো
হইলো নাতো যাওয়া,
হইলো নারে প্রাণের নবীর
পায়ের ধূলা পাওয়া,
খোদা তুমি দাও বলে দাও
কেমনে হেথায় যাওয়া যায়।


এই জীবনে একবার খোদা
যাবার সুযোগ দিও,
আমায় না নাও রুহুটারে
আরব দেশে নিও।।


আরব দেশের ধূলার পরে,
নবীজির রশনি ঝরে,
মাঁখবো গায়ে করবো গোছল
আনবো মাথায় করে,
আল্লাহ তুমি নাও গো তুলে
তোমার রহম নায়। ।