এই ঝরঝর বর্ষার দিনে
           কেন নিচ্ছ ফাঁপর?
তুমিও তুলেছ কাপড়,
আমিও তুলেছি কাপড়,
                  হাটুর উপর্।


জল ভেঙ্গে চলেছি দুজন,
বৃষ্টির চুমো খেয়ে বড় ক্লান্ত,
দুজনেই বুঝি পথ ভ্রান্ত,
বুঝতেই পারিনি কখন গেছে,
আমাদের আনন্দ প্রভাত দূপর।


কেনো ভিজে হচ্ছো সারা,
          ভরা এ বরষার জলে?
আমার এখানে এসো,
না হয় আমায় নাও,
            তোমার ছত্র তলে।


...........*বরষার আয়োজন*...........


বি.দ্র . এটা আমার এ আসরে ১০০ তম কবিতা। সবাইকে শুভেচ্ছা।