এই অবারিত সবুজের তীর ধরে
একদিন দেখ হারিয়ে যাব,
কলমী সুভাষিত কোন এক জলাঙ্গির জঠরে,
ওষ্ঠে জড়িয়ে ধানীরং বন শিরিষের ঝিরিঝিরি হাওয়ায়,
খুলে দেবো হৃদয়ের কপাট যারে যাবি যদি যা,
ধান শালিকের গান শুনতে শুনতে দুপুর গড়িয়ে বিকেল হলে,
আমলকি বনে হতে বনলতাটি তুলে, এনে তোমার খোঁপার ভাঁজে রেখে দেবো।
জল ছুঁই ছুঁই সন্ধ্যা বেলায় জুয়াড়ি জোনাকীদের মিছিলে,
আমরা দুজন একাত্ম হয়ে বুকে জ্বালাবো অসংখ্য প্রদীপ,
কেতকীর গন্ধে মাতাল চাঁদ জোস্নার দুধে কাব্যময় চুম্বন এক,
এঁকে দেবে ভালে সুবেহ সাদিক মধু 'আলপনার স্ক্যাচ।

তারপর পুঁইয়ের মাচার তলে নিবিড়ে দুজন বসে রবো,
হেলেঞ্চার ঝোঁপের ফাঁকে জেগে থাকা পদ্মের ডাটা তুলে ফিরে যাবো বাড়ি।