সকাল থেকে দাড়িয়ে আছি
তিন রাস্তার মোড়ে,
কর্পোরেশন বুঝে না প্রেম
খালি গর্ত খূড়ে।


গর্তের কাছে যেতেই আমার
ব্রেক হলো যে ফেল,
গর্তে পড়ে রঙ্গিন আমি
গাঁয়ে কাঁদার জেল।


হঠাৎ তোমার রূপের ছায়া
দেখা গেলো দূরে,
মন পাখিটা ফসকে গেলো
তোমার কাছে উড়ে।


যেই না গেলো তোমার কাছে
অমনি খপটি করে,
মন দিলে না মনটি তুমি
নিলে ব্যাগে পুরে।


সামনে দিয়েই হেঁটে গেলে
চিনলে নাতো মোরে,
আকাশ তখন একটু হেসেই
কাঁদল হুঁ হুঁ করে।


আকাশ চোখের জলে ভিজে
ভেতর বাহির সাফ,
বুঝলাম তোমায় ভালোবাসা
ছিলো আমার পাপ।

হঠাৎ দেখি আসছ তেড়ে
এলিয়ে দিয়ে চুল,
জড়িয়ে ধরে খেলে চুমো
ভাঙ্গলো আমার ভুল।