সম্ভবত তোমাদের এই উল্লাস
রক্ত নিয়ে হলিখেলা,
নারী-শিশুর লাশের উপর দাড়িয়ে অট্রহাসি,
দফায় দফায় পবিত্র ভূমির সভ্রম লুটা
সব তোমার পতনের জন্য।

সময়ের নোনা স্রোতে যেটুকু বেড়েছো ক্রমাগত,
ধৃষ্টতার সীমা অতিক্রম করে হেঁটেছো যেটুকু পথ,
সে তোমার শেষ অহংকারের বহি:প্রকাশ।

সম্ভবত তোমার পতনের ডাক এসে গেছে,
সজাগ বিশ্বের তাবৎ মানুষের মনুষ্যত্বকে তুমি
আর কিভাবে ছুঁড়ে ফেলে দেবে নোংরা কাঁদায়?

তোমাদের বাঁদরামিনামা লিপিবদ্ধ আজ ইতিহাসের শ্বেতপত্রে,
তাতে তোমরা সবচাইতে ঘৃন্য নরপশু হায়েনা।

তোমাদের প্রতিনিয়ত নব ন্যানো সংষ্করন,
দ্রুত দাবিয়ে দিতে যতটুকু তেল প্রয়োজন,
এনে রেখেছি - মেঁখে রাখা হবে মনুষ্যত্ব বাঁশে,
চেয়ে চেয়ে দেখবো কতটুকু উঠানামা করতে  পার।

প্রতিদিন যতগুলো আত্মা তুমি পাঠিয়ে দিচ্ছো
স্বর্গের দরজায় - ওরা দাড়িয়ে দাড়িয়ে হাতাতালি দেবে,
তোমার নিদারুণ কৃতকর্মের সাক্ষি হয়ে রবে।