---------------------------------------


খোকন সোনা মাছ ধরবে,
আনলো কিনে বড়শি,
তোমরা সবে চুপটি থাকো,
জেনে যাবে পড়শি।


খালে বিলে পুকুর জলে
ধরবে খোকন মাছ,
নাইকো আজ লেখাপড়া
মাছ ধরাটাই কাজ।


বড়শি গুটায় আদার গুটায়
খলই নিয়ে সাথে,
গামছা মাথায় লুঙ্গি পড়ে
টমের ছাতা হাতে।


দাদুকে সে সাথে নিয়ে
ঝিলে বড়শি ফেলে,
একটু হেললে পাতার কাঠি
খোকন সাথে হেলে।


কৈ ধরে পূঁটি ধরে
গলই মাছে ভরা,
তবুও খোকন হাসে নাকো
মনে বেজায় খরা।


মাছ ধরাতো অনেক হলো
একটিও নয় বড়,
দাদু তুমি পার নাগো
একটু চেষ্টা কর ।


হঠাৎ করে এত্তো বড়ো,
উঠলো বোয়াল বড়শে,
খোকন সোনা ভয়টি পেলেও
উঠলো নেচে হরষে।


দাদুর হাতে বড়শি গলই,
বোয়াল খোকার কাদে,
ধুম তানা না,ধুম তানা না,
তাদিং তাদিং তাদে।