এই শুভ্র নন্দন সুন্দর চঞ্চল সুবর্ণ,
চৌধার প্রগাঢ় শ্যামল সুরভিত অনন্য,
মায়াময় নিবিড় ঝরঝরে বরেণ্য,
এই স্বদেশ পেয়ে ধন্য আমি ধন্য।


মন মুগ্ধকর বিহারিনী হরিণী,
দ্রোহ সব নতজানু মমতায় স্মরণী,
তাপিত ত্যাজে প্রনব নাথিনী,
সুন্দরম মহত্তম ধারাপম গাঁথিনী।

এই বায়ু-জল-সুধা সব তোমারই দান,
যতো দূরেই যাই দহিত হয় এই প্রাণ,
অঞ্জলি দাও বক্ষে টানি লও বক্ষমান,
সইতে দিয়ো না কভু তোমার অপমান।


আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখ জনম জনম ধরি,
তোমার শান্তির আঁচল খানি  ছাড়ি,
বেভুলে কভু যেন যেতে নাহি পারি,
মাগো দাও হে প্রসাদ হৃদয় ডালা ভরি।