দূরাশার আগুনে আমি পুড়ি,
অথৈ জলে ডুবে না আমার কপাল পোড়া নাও।


শুদ্ধ হবো বলে সিদ্ধি খেতে গিয়ে
পরাজয় মেনে চলে আসি জলের কাছে,
তাবৎ জলে মেটে না আমার পিপাসা।


বিস্তৃত আকাশ তবু আমি এক চিলতে উঠোনহীন,
অনবরত নক্ষত্র থেকে নক্ষত্রে বিচরন করি,
তবুও তোমার চোখের দৃষ্টিসীমায় আমার প্রবেশ নিষিদ্ধ।


আচ্ছা আর কতদিন তুমি এমন রবে?
ফাগুন তো এসেই গেল,
তোমার বদনে কি ফুটবেনা কৃষ্ণচূঁড়া হাসি?
অধরে কি ছড়াবে না পলাশের রক্তিম আভা?
আমি তো বিলখুল আহত হৃদয়, হৃদস্পন্দনহীন।
এই অরুণ সময়ে তুমি কি ছোঁবে না আমায়?
আমিও নক্ষত্র হতে চাই অনুরাগে রুদ্রতায়।