আমি চাই তোমার কাছে ভুল হয়ে যাক একবার আমার
ভুলে ভুলেই তোমার রক্ত রাঙ্গা চোখে নেমে আসুক আগুন
লাল মরিচের মতন তোমার মুখ গলে বেরিয়ে আসুক ঝাল
কৃষ্ণচূড়ার আর পলাশের রঙ স্থবির হয়ে যাক মূহুর্তে।
আর আমি কেবল অবোদ শিশুটির মতন মাথা নেড়ে যাবো
তোমার শিরোধার্য্য আদেশে হবে সকল জরুরী আজ্ঞা পালন।


আমি চাই ভুলের শাস্তিস্বরূপ তুমি আমাকে রাখো অর্ধ সজাক  
রাতভর তোমার উষ্ণ মোমগলা আগুনে গলিয়ে কর শোপিস  
তারপর সাজিয়ে রাখ তোমার হাতের নাগালে
যখনই ভুল হয়ে যাবে আমার
                      ছুঁড়ে ফেলে দিয়ো আমায়
                                  আর আমি যেন ভেঙ্গে ভেঙ্গে হই চৌচির।