মুক্ত পাখি
******
কখনোই বন্ধী ছিলাম না
হাওয়ার পাখির মতো উড়ে বেড়াতে বেড়াতে
আনুসাঙ্গিক কবিতার বুক জুড়ে এঁকে গেছি
বিপ্লবী দ্রোহ ও দাহের আলপনা।
অ আ কথামালার ব্যারিকেডে হারিয়ে যেতে দেইনি
নিজের কথা বলার অধিকার
স্বাগতিক জীবন যাপনের অন্যরকম পদযাত্রায়
পড়তে দেইনি শাসকের কালোহাত
আমার মাকে সঙ্গে নিয়ে সাঁতরে পাড়ি দিয়েছি রক্তনদী
সর্বহারার মতন যশোহর রোড ধরে হেঁটে গেছি
বিচিত্র জীবনের স্বাদ খুঁজে পেতে-এইসব দিনপুঞ্জিকা।
তারপর ফিরে আসা সময়ের ললাটে চুম্বন খেয়ে
উড়িয়ে দিয়েছি লাল-সবুজের পতাকা
এখন আমি কবিতার রোড ধরে হেঁটে চলছি নিরন্তর
মাঝে মাঝে ধূলোর ঝাঁপটা এসে ধাঁধিয়ে দেয় চোখ
ভাল লাগে তবু বিচ্ছিন্ন হতে পেরেছি
নিজে সাবলিল হাওয়ায় ভাসি এখন লাল প্রজাপতি
আমার ডানায় কেবল রং বেরং আনন্দ ঝিলিক।