গাছ লাগিয়ে কি হবে ভাই গাছ লাগালেই জঙ্গল
গাছে কেটে তাই শহর বানাই তাতেই চির মঙ্গল।


দেশের যতো বন আছে ভাই সব হয়েছে সাভার
মিল ইন্ড্রাস্টি বানিয়ে মোরা সব করেছি কাভার।


দেশটা যখন মরু হবে মঙ্গল গ্রহে যাবো
লতা পাতা ঢের খেয়েছি এবার পাথর খাবো।


গাছ লাগান জীবন বাঁচান মারি কেবল চাপা
সাধের চাপা মারতে মারতে পেট হয়েছে ফাঁপা।


আমরা তার কি নিচ্ছি খবর যেটুকু গাছ আছে
রক্ষা করতে কোন প্রকল্প নেই তো কারও কাছে।


একটা বড় গাছ যদি হয় সবার মনে ধরে
চিন্তায় থাকি কখন কাটবো নেবো আপন ঘরে।


মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার সবার ধ্যান একটাই
যেকোন পন্থায় গাছখানি ভাই আমার হওয়া চাই।


গাছ নিয়ে এমন লড়াই আর তো কোথাও নাই
কেউ বলিনা যে গাছ আছে তাকে রক্ষা চাই।


দশটা গাছের চাইতে একটা বড় গাছ ভালো
বড় গাছের জন্য জ্বালো আন্দোলনের আলো।


গাছ লাগাবো গাছ বাঁচাবো সুখের জীবন পেতে
সবার তাতে লাগবে ভালো সে সুখের সঙ্গী হতে।