হুজুর যা বলছেন তাই ঠিক!
তাই করছি-মনখানি ভরে,  
সাথে চলছি পা ঢলছি  
দুই হাতে জোরে ধরে।  


আহা হা অমন করছিস কেন !
গেল বুঝি উঠে পায়ের চামড়া।
দেখছিস না পায়ে ঝরছে রক্ত  
থামরে ব্যাটা বেয়াদব ধামড়া।


না হুজুর ছাড়া নাহি যাবে পা !
ধরেছি যখন ছাড়বো নাকো আজ,
ছাড়ি কি করে পেয়েছি যখন
এমন সাধের এমন লাভের কাজ।


তোদের নিয়ে আর পারি না
যখন তখন অকারণ জ্বালাস,
কাজ উদ্ধার হয়ে গেলে শেষে
ব্যাটা নচ্ছার চুপটি করে পালাস।


হুজুর আপনি যাই কিছু বলেন,  
সব শিরোধার্য্য-দিয়েছি তালা মুখে ;  
জুতো মারলেও পায়ে পড়ে রবো
কালো চশমা সেঁটে দেবো চোখে।


তোদের লজ্জা হবে না দেকছি
দেই যদি লাথি মেরে ফেলে-
তোরা দেখছি আরও খুশি হোস
ঝাড়ু আর লাথি উপহার পেলে।


হুজুর আপনার লাগি প্রাণ ভবে
হতে পারে মুহুর্তে কুরবান;
বাহ বাহ করি চরন আছি ধরি,
জানেন কি তা কত মুল্যবান ?


শুনেছি দুদক আসছে গৃহে মোর,
কেমন আছি জানতে হবে তাদের
তাদেরও নাকি নিবে এবার খবর  
এতোদিন চুরি করে খাইয়েছি যাদের।


বাহ বাহ হুজুর খুব ভালোকথা,
থাকুন বসে-চিন্তা কিসের এতো ?
আমি যাচ্ছি আর নিয়ে আসছি  
দেশে উকিল বৈদ্য আছে যতো।


আমায় রেখে ওরে সাটু নচ্ছার,
বিপদে তুই কোথা যাচ্ছিস বল;
এতদিন তো পা ধরে ছিলি,
এখন অন্ধকারে ঘুরে আসি চল।


আপনার বিপদে থাকব বসে
এ কি কোন কথা হলো ?
গুরু বলেছেন-দৌড়ের আগে
আর মাইরের পিছে চলো।