তার সাথে মাঝে মাঝে কথা হতো
এই ব্রহ্মপূত্র পাড়ে বনানীর নিবিড় ছায়ে;
চায়ের চুমুকে চুমুকে আর জলন্ত সিগারেটের ধূয়ায়,
সুরের মূর্ছনায় আর নদীর কলতানে
হৃদয়ের সাথে হৃদয় মিশে একাকার হয়ে যেতো।
ওপাড়ে কাশবনের মাতাল হাওয়ায় কতোবার
হেঁটেছি দুজন যাপিত জীবনের গল্প নিয়ে,  
কবিতার তোরণে তোরণে উড়িয়েছি প্রেমের নিশাণ।
সাদা শঙ্খচিলের ডানায় চুমোখেয়ে কতো  
কিশোরীমন যুবতী স্কুলড্রেস সকাল ভুলে
সর্ষের হলুদ আগুনে দেখেছি সুনীল আকাশ।
আজ স্মৃতিগুলো বড্ড কষ্টদেয়
তোমায় নিয়ে যখন ভাবি-এই অগণন সম্ভাবনার
প্রচ্ছদে দ্রোহের আগুন জ্বলে।
মনে হয়ে জীবনের এই জারজ পরিক্রমাই
যদি সত্য হবে-তবে কেন ভালোবাসার ধ্রুপদী সংগীত?
আমাদের এই ব্যর্থ সারভাইব,স্বপ্নের ললাটে বিন্দুবিন্দু ঘাম
রোদ উঠার আগেই যদি শুকিয়ে যাবে
তবে কেন জন্মগানের এই অস্থির বৃশ্চিক সংকরায়ন!