এই নগরেই আমার যত মনোস্থাপন
                          আর কোন নগরে আমার ঘুম আসে না
কালেরস্রোতে সব পাখি ফিরে গেলেও নগরায়ণের দিকে
আমি যাবো না। ভালোবেসে রয়ে যাবো এখানেই।
সবুজ মাটির চিরল প্রেমে বিমুগ্ধ আমি ঘুমক্লান্ত দেহে
নিশ্চিন্তে ঘুমিয়ে যাবো পাতার মর্মরে কোনখানে।
নিরন্তর প্রবাহমান সুতিয়ার স্রোতে জন্মনেয়া পদ্মকলি
ছিঁড়ে আমি গায় জড়িয়ে নেবো।
আর আবক্ষ জলস্নানে সতেজ হবো।
এই নগরে না এলে বুঝবে কি করে জীবনের মানে !
মনে করো দ্রুত যতোই পাল্টে যাক নগরের চিত্র
ভালোবাসার সম্ভাবনা কোনদিনই মুছে যাবে না।
যতোই ভালবাসবে মমতার আগুন ততোই দাউদাউ জ্বলবে।