বুকের আগুন নেভাতে চাই মুঠো মুঠো সমূদ্রজল
বুকের ভেতর জ্বলছে আগুন বসন্ত তাই উচাটন
কষ্টগুলো সাতকাহনের সুতোগুলো খামচে ধরে
ঠোঁটের উপর জমাটবাঁধা ভোরের শিশির
রোদের আলোয় নেচে উঠে অবাক চোখে ভেলকি লাগে  
আর পারিনা কষ্টগুলো উঠছে বেড়ে তিরিং বিড়িং
আকাশটা আজ যাচ্ছে সরে অনেক দূরে অনেক দূরে।


বলতে পার নিরূপমা কেন তোমায় করছি ক্ষমা
কেন আমার বুকের দহন বলতে যাই না তোমার কাছে
তোমার সোনামুখের হাসি যখন তখন মনে পড়ে
ভীরুভীরু লাজুক পদে হেঁটে পালাও অভিসারে
কোনমতে যায় না ভুলা কষ্ট হলেও ভুলে থাকি
কারে আমি শাস্তি দেবো? যারে আমি ভালোবাসি?
তাইতো তোমায় করেই দিলাম চিরমুক্ত চিরক্ষমা
এখন আমার আকাশ তো নেই মেলবো তাতে সবুজ ডানা
কালোমেঘে ছেঁয়ে গেছে জীবন নামের উদাস দুপুর
তোমার দেখার উপায় তো নেই মোহের গর্তে লুকানো মুখ।


সমুদ্রজল সমুদ্রজল ডুব সাতারে আসছি আমি
আমার আকাশ বিক্রি দেবো-অল্পদামে কিনতে পার
সাথে তুমি ফ্রি যে পাবে আমার প্রেমিক মনের ছোঁয়া
হোক না  আমার জীবনখানি এলোমেলো ধোঁয়া ধোঁয়া