টোকা দিলেই দেশলাই কাঠিতে আগুন ধরে,
জীবনের গল্পগুলো একসময় হয়ে উঠে আগুনে গল্প,
প্রতিনিয়ত আগ্নেয়গিরির মতো হয় কষ্টের উদগীরণ।


কেউ বুঝেনা–শ্বাশত স্বপ্নগুলো কেন ভেঙে যায় ?
পোড়া পৃথিবীর অলিন্দে চলে সহজাত গল্পের চাষ,
নায়ক থাকে না,নায়িকারা হয়ে উঠে সুঠাম পুরুষ,
দাবানলে পুড়িয়ে ছাড়খার করে দেয় সুশীল উঠোন।


বিঘ্ন ঘটে গেলে –
অতঃপর অগ্নিজলে আত্মাহুতি দেয় কামুক পুরুষ–
ঢেউয়ের ছন্দতালে হাবুডুবু খেতে খেতে ডুবে যায় প্রণয়তরী।