অলিতে গলিতে নগরে নগরে চলে সাপের খেলা
রংবেরঙের সাপ-ভয়ংকর খোলস বদল সাপ
তাদের মধ্যে আরো ভয়ংকর নারী সাপ-যাকে বলি সাপিনী ।


মায়াবতী নারী মনূষ্যরূপে আলিঙ্গনের ছলে বুকের মধ্যখানে ছোবল কাটে
তবু সাক্ষাত মৃত্যু জেনেও সাপিনীর ভালোবাসায় মগ্ন হই,
রূপের মোহে বরাবরই আমি কবি
তোমাকে ভালোবেসে সাক্ষাত মৃত্যুর সাথে সন্ধিতে আমার কোন দ্বিধা নেই ।


কেউ কেউ সাপের ভয়ে ঘর ছেড়ে বের হয়না
আমি বলি তাঁরা নপুংসক-তাদের হাতে চলো চুড়ি পরিয়ে দাও
ওরা সাপিনীর চেয়ে আরো ভয়ংকর-দু মুখো
বুকে তো ছোবল কাটেই আরো কাটে পিঠে-মৃত্যু অনিবার্য ।


সাপের বীণ হাতে আমি আদিম ওজা
যদি বাজাই তুমি বিমগ্ন হবে-দুলবে-তারপর যতবড় সাপিনীই হও
ঢলে পড়বে গভীর ঘুমে-অচেতন হবে ।


আর আমি তোমার বিষঠোঁটে চুম্বন করে সামগ্রিক বিষ শুষে নেবো,
আমিও তোমার বিষে লীন হতে চাই-ধূসর পৃথিবীর আগুনে পুড়ে যেতে চাই ।