ঘুম থেকে উঠেই যাকে চোখটি মেলে দেখি,
যার কথাটি সর্বপ্রথম মনের পাতায় লেখি,
সুরের মধু রূপের জাদু গুনের নাইকো শেষ-
            সে আমার এই দেশ সোনার বাংলাদেশ ।

দোয়েল ডাকা কোকিল ডাকা আমার এদেশ ভা্‌ই,
পাখি ডাকা ছায়া ঢাকা আর তো কোথাও নাই,
প্রাণের মাঝে ছড়িয়ে থাকে সুরের স্নিগ্ধ রেশ-
             সে আমার এই দেশ সোনার বাংলাদেশ ।

শাপলা ফোটে বিলে ঝিলে ডাহুক ডাকে বনে,
পাল তোলে ঐ ডিঙি নায়ে খেলা মেঘের সন্‌
বৈশাখী মেঘ যায়রে ছুঁয়ে প্রিয়ার কালো কেশ-
             সে আমার এই দেশ সোনার বাংলাদেশ ।