যতই তুমি ছুঁয়ে দিচ্ছো-
আমি ম্রিয়মান হয়ে ক্রমাগত মিশে যাচ্ছি
ঘাসের ভেতর-
বুকের ভেতরে পাখা মেলছে ভালোবাসা।


আগুনের দহনে পৃথিবী জ্বলে যেতে পারে
বিনষ্ট হয়ে যেতে পারে সামগ্রিক আশা-ভরসা
তোমার মুখের এতটুকু হাসি যদি দাও
অনল হয়ে যায় ভোরের শিশির
আর সে টুপটাপ ঝরে পড়ে অঝোরে
আর আমি তখন ঘাস হয়ে শুষে নিই
তোমার ভালোবাসার অনিকেত শুভ্রতা।


আমি চাই তুমি এভাবেই ভালোবাস
আমায়
কেবল আমায়।