১।
কুয়াশার চাদরে মোড়ে বুকে রাখি শিশিরের বাটি
এতো ঝলোমলে তারে ধরে রাখা যায় না
সেতো পালিয়েই যায় কেবল পালিয়ে যায়।


তোমার করতলে বন্দী আমার করোটি-
হাত,বুক,সারা অঙ্গ-তবে কি আমি পুতুল?
কাঁচের কিংবা বরফের পুতুল-
খেলছো খেলছো-ভেঙ্গে ফেলছো অতঃপর ।


২।
তোমার নজর এড়িয়ে যদি যেতে পারতাম
তাহলে নতুন নক্ষত্র জয়ের মতো
আমিও গর্বিত হতে পারতাম-
কিংবা বিপন্ন মানুষের মতো বেঁচে যেতাম
আমার আদি থেকে অন্তে কেবল তুমি।

আমার রক্ষে নেই-মুক্তি পাবার আশা নেই,
ভাবতেই বুকের কোথায় যেনো আগুন জ্বলে উঠে,
তোমার ভালোবাসায় মোহিত আমার চারিপাশে
কেবল তুমি তুমি আর তুমি।